সোলার প্যানেল চুরির সময় ৪ রোহিঙ্গা আটক

সোলার প্যানেল চুরির সময় ৪ রোহিঙ্গা আটক

সোলার প্যানেল চুরির সময় ৪ রোহিঙ্গা আটক

ভাসানচরের সোলার প্যানেল চুরি করার সময় চার রোহিঙ্গা কিশোরকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি

ভাসানচরের সোলার প্যানেল চুরি করার সময় চার রোহিঙ্গা কিশোরকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার রাত ৯টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পের ৬৩ ক্লাস্টারের সামনে থেকে চোরাই মালামালসহ তাদের আটক করে নৌবাহিনীর কার্যালয়ে সোপর্দ করা হয়।

আটকৃতরা হলেন, আশ্রয়ণ প্রকল্প তিনের ৫০ নম্বর ক্লাস্টারের এল ১৫ নম্বর কক্ষের বাসিন্দা মো. এরশাদ (১৪), ২৮ নম্বর ক্লাস্টারের সি ১০ নম্বর কক্ষের মো. রফিক (১৩), ২৪ নম্বর ক্লাস্টারের এ ১০ নম্বর কক্ষের কামাল হোসেন (১৫) ও ৬২ নম্বর ক্লাস্টারের এ ৪ নম্বর কক্ষের ওমর ফারুক (১৩)।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টারের শেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাচ্ছিল চার রোহিঙ্গা। এসময় তাদের এপিবিএনের সিভিল টিম আটক করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে চার রোহিঙ্গা থানায় হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172425/সোলার-প্যানেল-চুরির-সময়-৪-রোহিঙ্গা-আটক