চলতি সপ্তাহেই ইরান আসবে রাশিয়ার টিকা

চলতি সপ্তাহেই ইরান আসবে রাশিয়ার টিকা

চলতি সপ্তাহেই ইরান আসবে রাশিয়ার টিকা

রাশিয়ার পুঁজি বিনিয়োগ বিষয়ক ফান্ড বা আরডিআইএফ এর প্রধান জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ইরানে টিকার প্রথম চালান পাঠানো হবে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

চলতি সপ্তাহেই রাশিয়ার তৈরি করোনার টিকার প্রথম চালান ইরানে এসে পৌঁছাবে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়েছে।

রাশিয়ার পুঁজি বিনিয়োগ বিষয়ক ফান্ড বা আরডিআইএফ এর প্রধান জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ইরানে টিকার প্রথম চালান পাঠানো হবে।

রাষ্ট্রদূত আরো বলেছেন, টিকা তৈরির ক্ষেত্রে ইরান ভালো অবস্থানে রয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে এই সমঝোতা হয়েছে যে, পরবর্তীতে রুশ টিকা ইরানেই যৌথভাবে তৈরি করা হবে।

রুশ টিকা নিরাপদ কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েক মাস ধরে রুশ টিকা ‘স্পুতনিক-ভি’ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৩০ লাখ মানুষ এই টিকা নিয়েছেন। কোনো খারাপ প্রভাব দেখা যায়নি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/148197/চলতি-সপ্তাহেই-ইরান-আসবে-রাশিয়ার-টিকা