৬২ পৌরসভায় বিএনপির মাত্র ৩ জয়

৬২ পৌরসভায় বিএনপির মাত্র ৩ জয়

৬২ পৌরসভায় বিএনপির মাত্র ৩ জয়

এছাড়া আওয়ামী লীগ ৪৬টি ও স্বতন্ত্র মেয়র হয়েছেন ১৪ জন। তবে স্বতন্ত্রদের সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

জার্নাল ডেস্ক

তৃতীয় ধাপের ৬২ পৌরসভা নির্বাচনে প্রাপ্ত ফলাফলে মাত্র ৩ টিতে জিতেছেন বিএনপি। এছাড়া আওয়ামী লীগ ৪৬টি ও স্বতন্ত্র মেয়র হয়েছেন ১৪ জন। তবে স্বতন্ত্রদের সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

বিএনপির জয়ী ৩ জনের মধ্যে নওগাঁ পৌরসভায় নজমুল হক সনি (বিএনপি প্রার্থী) ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বগুড়ার কাহালু পৌরসভায় আব্দুল মান্নান (বিএনপি মনোনীত) ৫ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া বগুড়ার গাবতলী পৌরসভায় বিএনপির সাইফুল ইসলাম দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের মমিনুল হক শিলু পেয়েছেন পাঁচ হাজার ১১৫ ভোট।

প্রসঙ্গত, দলীয় প্রতীকের এ ভোটে মেয়র পদে প্রথম ধাপে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির দুই জন এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। 

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির ৪ জন, জাতীয় পার্টির ১ জন, জাসদের ১ জন ও ৮ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। করোনার মধ্যে প্রথম ধাপে ৬৫ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৬২ শতাংশ ভোটগ্রহণ হয়।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/148198/৬২-পৌরসভায়-বিএনপির-মাত্র-৩-জয়