কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা, আইএসের দায় স্বীকার

কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা, আইএসের দায় স্বীকার

কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের মুখপাত্র হিসেবে পরিচিত কথিত সংবাদমাধ্যম ‘আমাক’ এই বিবৃতি প্রকাশ করেছে। খবর এএফপি।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের মুখপাত্র হিসেবে পরিচিত কথিত সংবাদমাধ্যম ‘আমাক’ এই বিবৃতি প্রকাশ করেছে। খবর এএফপি।

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  স্থানীয় সময় সোমবার সকাল ১১টার দিকে বন্দুকধারীদের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এএফপিকে জানায়, হামলায় ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী।

কাবুল পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেন, হামলায় নিহতদের সবাই শিক্ষার্থী। এদের মধ্যে ১০ জন নারী।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পলায়নপর শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছুড়েছে। যে শিক্ষার্থীকে তারা দেখেছে তাকেই গুলি করেছে।

হামলায় বেঁচে যাওয়াদের একজন বলেন, সোমবার সকাল ১১টার দিকে এই হামলা হয়। ক্যাম্পাসের ভেতরে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদেরে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত ৩ অস্ত্রধারী। তাদের মধ্যে একজন ক্যাম্পাসে ঢুকে আত্মঘাতী বোমা হামলা করেন।

বিশ্ববিদ্যালয়টিতে একটি বইমেলা চলার সময়ে এই হামলা হয়। বইমেলায় যোগ দিতে সেখানে উপস্থিত ছিলেন আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

আরও পড়ুন- কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ১৯

 

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/137797/কাবুল-বিশ্ববিদ্যালয়ে-হামলা-আইএসের-দায়-স্বীকার