আজ নয়, গণপরিবহন চলবে কাল থেকে

আজ নয়, গণপরিবহন চলবে কাল থেকে

আজ নয়, গণপরিবহন চলবে কাল থেকে

৬৬ দিনের সাধারণ ছুটি শেষে সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহনও চালুর অনুমতি দিয়েছিল সরকার।

বাংলাদেশ

জার্নাডেস্ক|চলবে

৬৬ দিনের সাধারণ ছুটি শেষে  সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহনও চালুর অনুমতি দিয়েছিল সরকার। শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের সঙ্গে মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 

এদিকে রোববার থেকেই গণপরিবহন চালুর অনুমতি থাকলেও  একদিন পর থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। তবে দীর্ঘ দিন বন্ধ থাকা গাড়ি মেরামতের সঙ্গে বিশেষ এই পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর জন্য ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে। আর এই  সুরাহার পরেই গাড়ির চাকা ঘোরাতে চাইছেন মালিকরা।  

এ প্রসঙ্গে  বিআরটিএর পরিচালক লোকমান হোসেন মোল্লা  বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। বাস-মিনিবাস ১ জুন থেকে চলাচল করবে।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ  বলেন, এতদিন গাড়িগুলো বন্ধ ছিল। অনেক গাড়িতে দেখা গেছে ব্যাটারি নাই। ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, ইলেকট্রিক সমস্যা আছে অনেক গাড়ির। এসব ঠিক করতে সময়ের ব্যাপার আছে। এজন্য আমরা ১ তারিখ থেকে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেছি।

বাংলাদেশ জানর্সাল/ এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/120862/আজ-নয়-গণপরিবহন-চলবে-কাল-থেকে