ঘাটাইলে উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী প্রদান

ঘাটাইলে উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার, ঘাটাইল ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনার কারণে কর্মহীন এক হাজার ২৭০টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্প্রতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার শহর গোপিনপুর মাদরাসা মাঠ থেকে ত্রাণ সহায়তা প্রদানের কাজ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক টিনিউজকে জানান, উপজেলার ধলাপাড়া, সাগরদিঘী, দেওপাড়া, সংগ্রামপুর, লক্ষিন্দর ইউনিয়ন ও ঘাটাইল পৌরসভা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন ১ হাজার ২৭০টি পরিবারকে তাদের নিজ নিজ এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী প্রদান করা হবে। উপস্থিত পরিবারগুলো সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠু ভূইয়া, লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান একাব্বর হোসেন, আদিবাসী টাইব্রাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি অনিল চন্দ্র বর্মণ প্রমূখ।

The post ঘাটাইলে উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী প্রদান appeared first on টি নিউজ বিডি.



from টি নিউজ বিডি https://ift.tt/3bRuVbs