করোনাভাইরাস: যে কারণে বদলে যাচ্ছে মুখের ‘আকৃতি’!

করোনাভাইরাস: যে কারণে বদলে যাচ্ছে মুখের ‘আকৃতি’!

করোনাভাইরাস: যে কারণে বদলে যাচ্ছে মুখের ‘আকৃতি’!

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

চীনে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় লড়ে যাচ্ছেন সেখানকার চিকিৎসক, নার্স, চিকিৎসাকর্মী থেকে সাধারণ মানুষ। মাস্ক পরে দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে করতে নার্সদের চেহারাই পাল্টে গেছে।

সম্প্রতি ‘পিপলস ডেইলি চায়না’র টুইটার অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে মুখের ওপর দাগ বসে গেছে। এক নার্সের চোখের নীচে একটি ব্যান্ডেজও দেখা যাচ্ছে।

মাস্ক পরার কারণেই সম্ভবত সেখানে ক্ষত তৈরি হয়েছে। তার জন্যই তিনি ব্যান্ডেজ করে রেখেছেন সেখানে। দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে আরেক নার্সের নাকের উপর রক্ত জমে গেছে। কারও এমন ক্ষত তৈরি না হলেও গভীর দাগ ফুটে উঠতে দেখা গেছে। তাদের চোখে মুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট।

টুইটের পোস্টে লেখা হয়েছে, নার্সদের এই লড়াই কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে, তাদের প্রশংসা পাচ্ছেন। এই দেবদূতদের স্যালুট।

চীনে করোনাভাইরাসের আতঙ্ক এখনও কাটেনি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/107186/করোনাভাইরাস-যে-কারণে-বদলে-যাচ্ছে-মুখের-আকৃতি