তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনায় রাজি কাবুল

তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনায় রাজি কাবুল

তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনায় রাজি কাবুল

তালেবানরা দেশটিতে সন্ত্রাসী হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না আফগান সরকার

যুক্তরাষ্ট্রের উদ্যোগে জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে চলমান আলোচনায় যোগ দিতে পূর্বশর্ত ঘোষণা করেছে কাবুল সরকার। আফগান সরকারের শান্তি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিয়া আনোয়ারি বলেছেন, যে কোনো সংলাপের আগে তালেবানকে পুরোপুরি যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে।

শুক্রবার রয়টার্সে প্রকাশিত একপ্রতিবেদনে তালেবানরা স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতিতে রাজি বলে সংবাদ প্রকাশিত হওয়ার পরই এই দাবি জানালো আফগান সরকার। ওই মুখপাত্র সাফ জানান, তালেবানরা দেশটিতে সন্ত্রাসী হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না আফগান সরকার। আফগানিস্তানের সরকার ও জনগণ সহিংসতা পছন্দ করে না বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকিও তালেবানকে যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, তালেবান গোষ্ঠীর উচিত আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসা।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তালেবান এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ১১ দফা আলোচনা করেছে। কিন্তু তারা এখনো আফগান সরকারের সঙ্গে সরাসরি সংলাপে বসতে রাজি হয়নি। 

এমএ/

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/104162/তালেবানের-সঙ্গে-শর্তসাপেক্ষে-আলোচনায়-রাজি-কাবুল