ভয়াবহ ঝুঁকির মুখে লিবিয়ার শিশুরা: ইউনিসেফ

ভয়াবহ ঝুঁকির মুখে লিবিয়ার শিশুরা: ইউনিসেফ

ভয়াবহ ঝুঁকির মুখে লিবিয়ার শিশুরা: ইউনিসেফ

দীর্ঘদিনের গৃহযুদ্ধের ফলে সৃষ্ট সহিংসতার কারণে ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে লিবিয়ার শিশুরা। জানিয়েছেন, জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক হেনরিটা ফোর।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিনের গৃহযুদ্ধের ফলে সৃষ্ট সহিংসতার কারণে ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে লিবিয়ার শিশুরা। জানিয়েছেন, জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক হেনরিটা ফোর।

হেনরিটা জানান, ২০১৯ সালের এপ্রিল থেকে ত্রিপোলি এবং পশ্চিম লিবিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকেই কয়েক হাজার শিশু এবং বেসামরিক নাগরিকের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

তাছাড়া, লিবিয়ার অনেক শিশুকে জোরপূর্বক যুদ্ধে জড়ানো হচ্ছে জানান হেনরিটা। সহিংসতার কারণে লিবিয়ার দেড় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ৯০ হাজার শিশু।

হেনরিটা বলেন, বর্তমানে লিবিয়ার শহরাঞ্চলগুলোতে বাস করা ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী শিশুও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন বন্দী শিবিরে আছে তাদের অবস্থা বেশি করুণ।

ইউনিসেফ জানায়, যেসব অবকাঠামোর উপর শিশুদের সুস্থ্যতা এবং বেঁচে থাকা  নির্ভর করছে সেগুলোও যুদ্ধে আক্রমণের শিকার হয়েছে। যুদ্ধে সম্প্রতি ৩০ টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৩ টি বন্ধ করে দেওয়া হয়েছে। আক্রমণ এবং সহিংসতার হুমকির ফলে ২ লাখ শিশু স্কুলছাড়া হয়েছে। জলব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং শিশুরা কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে।

নাগরিক, শিশু ও স্বাস্থ্য সেবা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণকে মানবিক প্রচেষ্টা ক্ষুণ্ন করার অপচেষ্টা উল্লেখ করে বিষয়গুলোকে দুঃখজনক বলে মন্তব্য করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/104011/ভয়াবহ-ঝুঁকির-মুখে-লিবিয়ার-শিশুরা-ইউনিসেফ