পানির নিচে বিমানবন্দর, ফ্লাইট স্থগিত

পানির নিচে বিমানবন্দর, ফ্লাইট স্থগিত

পানির নিচে বিমানবন্দর, ফ্লাইট স্থগিত

ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার ফলে দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার ফলে দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে। যত দ্রুত সম্ভব কার্যক্রম আবারও স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এমিরেটস এয়ারলাইন টুইট করেছে, "ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি ফ্লাইটে বাধা সৃষ্টি হয়েছে।"

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা গেছে, দুবাই বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে ডুবে গেছে। বন্যার পানি বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে শনিবার বহির্গামী সব ফ্লাইটের সময় পেছানো ও স্থগিত করা হয়েছে।

গত কয়েকদিন ধরে দুবাইয়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিনও ভারি বর্ষণ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/103032/পানির-নিচে-বিমানবন্দর-ফ্লাইট-স্থগিত