ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

নিজস্ব প্রতিবেদক

যুব মহিলা লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পিএস আমিনুল ইসলাম পলাশ রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হন বাপ্পী। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ফজিলাতুন্নেসা বাপ্পী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ছিলেন। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

 

ঢাকা/আরিফ/ইভা 
 



from Risingbd Bangla News https://ift.tt/36gAsWv