মাসকালীন অবকাশে নিম্ন আদালত

মাসকালীন অবকাশে নিম্ন আদালত


মাসকালীন অবকাশে নিম্ন আদালত

নিজস্ব প্রতিবেদক
সারা দেশের জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসমূহ মাসকালীন বাৎসরিক অবকাশ শুরু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অবকাশ। এ অবকাশকালীন সময়ে ওই সকল আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ থাকবে।
তবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতসমূহ এই ছুটির আওতাবহির্ভূত।
এদিকে অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত মো. হেলাল চৌধুরীকে জরুরি মামলাসমূহ নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আগামী ৪, ৫, ৯, ১০, ১১, ১৫, ১৭ ও ১৮ ডিসেম্বর জরুরি মামলাগুলো নিষ্পত্তি করবেন।
অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত একেএম ইমরুল কায়েশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আগামী ৪, ৫, ৮, ৯, ১৭, ১৯, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।



ঢাকা/মামুন খান/জেনিস


from Risingbd Bangla News https://ift.tt/2sAJXRj