ট্রেন চলাচল শুরু

ট্রেন চলাচল শুরু

ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।

ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী।

প্রসঙ্গত, রোববার রাত দেড়টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ ট্রেনটি ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশনের ‘ডাউন আউটার’ সিগনালে পৌঁছালে ইঞ্জিনসহ এক লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর কুমিল্লা রেল স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিতা ও ঢাকা মেইল আটকা পড়ে। খবর পেয়ে কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/101068/ট্রেন-চলাচল-শুরু