মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের জেল

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের জেল

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের জেল

বৃহস্পতিবার স্থানীয় ক্রিমিনাল আদালতে পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।

আন্তর্জাতিক

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে বৃহস্পতিবার এক অর্থ পাচার মামলায় পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে স্থানীয় এক আদালত।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের আগ পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর ভারত মহাসাগরের দ্বীপদেশটিকে কঠোর হাতে শাসন করেন তিনি। এ সময় দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন তিনি। নির্বাচনে পরাজিত হওয়ার আগেই এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

এ সংক্রান্ত মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ৬৫ লাখ ডলারসহ তার কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করে সরকার। বৃহস্পতিবার স্থানীয় ক্রিমিনাল আদালতে পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।

তবে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন আবদুল্লাহ ইয়ামিন। রায় ঘোষণার সময় সমর্থকেরা আদালতের বাইরে জড়ো হয়ে তার পক্ষে নানা স্লোগান দেয়।

সূত্র: দ্য হিন্দু

এমএ/

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/97144/মালদ্বীপের-সাবেক-প্রেসিডেন্টের-৫-বছরের-জেল