জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা শিথিলের দাবি

জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা শিথিলের দাবি

জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা শিথিলের দাবি

জার্নাল ডেস্ক

 

ভারতের জম্মু-কাশ্মীরে আরোপিত সব নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে ভারতের কেন্দ্র সরকার। বৃহস্পতিবার কাশ্মীরে অচলাবস্থা চলার অভিযোগে হওয়া পিটিশনের শুনানিতে এমনটা জানানো হয়।

এছাড়া, কাশ্মীরে অচলাবস্থা অব্যাহত থাকার অভিযোগকে ভিত্তিহীন বলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়। বিশেষ মর্যাদা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগে কাশ্মীরে বাল্য বিবাহ সহ বিভিন্ন আইন প্রয়োগ নিষিদ্ধ ছিল, যা বর্তমানে প্রতিরোধ সম্ভব বলেও জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এরআগে, বুধবার লোকসভায় দেয়া এক বিবৃতিতে কাশ্মীরের সার্বিক পরিস্থিতি শান্ত থাকার দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ অঞ্চলের জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পাশাপাশি বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন সফল হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া, বিশেষ মর্যাদা বিলুপ্তির পর থেকে কাশ্মীরে পুলিশের গুলিতে কোন বেসামরিকের মৃত্যু হয়নি বলেও দাবি অমিত শাহের।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবির পর থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালন করছে কাশ্মীরবাসী।

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/96196/জম্মু-কাশ্মীরে-নিষেধাজ্ঞা-শিথিলের-দাবি