আফগানিস্তানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৪০

আফগানিস্তানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৪০

আন্তর্জাতিক ডেস্ক :
 
আফগানিস্তানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৪০
 
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে একটি সোনার খনি ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জন দাড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও অল ইন্ডিয়া রেডিও এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যম দুটি জানায়, রবিবার (৬ জানুয়ারি) দেশটির বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় অন্তত ১০ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সোনার খোঁজে গ্রামবাসীরা নদীর তলদেশে ২২০ ফুট গভীর একটি সুড়ঙ্গ খুঁড়েছিলেন বলে জানা যাচ্ছে। অস্থায়ী এই সুড়ঙ্গ ধসেই প্রাণহানি হয়েছে।

বাদাখাসন প্রদেশের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি জানান, গ্রামবাসীরা দশকের পর দশক ধরে এই কাজে জড়িত। তাদের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনীর দুটি দল পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে ৬৬০ ডলার (আফগান টাকায় ৫০ হাজার) আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার।