দেশে ‘এমআই এইট লাইট’ আনল শাওমি

দেশে ‘এমআই এইট লাইট’ আনল শাওমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক :
 
দেশে ‘এমআই এইট লাইট’ আনল শাওমি

দেশের বাজারে এমআই এইট সিরিজের নতুন মডেলের ফ্ল্যাগশিপ ‘এমআই এইট লাইট’ নিয়ে এসেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটি মূলত তরুণদের আকর্ষণ করবে, যারা সবসময় সামাজিক যোগোযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দারুন সব ফটোগ্রাফি পছন্দ করেন।

এমআই লাইট লাইট ফোনের পেছনে গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে, যা দেখতে চোখ ধাঁধানো এবং আয়নার মতো ফিনিশিং পাওয়া যাবে।

ফোনটির সামনে ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৭৬ সেন্সরসমৃদ্ধ ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ এআইই চিপসেট ব্যবহার করা হয়েছে। যারা খুব সুন্দর ছবি তুলতে পছন্দ করেন এবং স্মার্টফোনে চমৎকার অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য দারুণ এক ফোন এমআই এইট লাইট।

মাত্র ৭.৫ মিলিমিটারের স্লিম বডির এমআই লাইটে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ সমৃদ্ধ ৬.২৬ ইঞ্চির ১৯.৯ এলসিডি ফুল স্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন এফএইচডি ২২৪৬ x ১০৮০ পিক্সেল। এতে আরও আছে সনি আইএমএক্স৩৬৩ সেন্সরসমৃদ্ধ রিয়ার এআই ডুয়াল ক্যামেরা।

৪ জিবি র‌্যামের এই ফোনে ৩৩৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

শাওমি ইন্ডিয়ার হেড-ওভারসিজ এক্সপানশন সাংকেত আগারওয়াল বলেন ‘বাংলাদেশে এমআই এইট লাইট আনতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত। ফোনটিতে স্মার্ট প্রযুক্তি, পর্যাপ্ত স্পেস ব্যবহার করা হয়েছে। ফোনটির দামও যৌক্তিক হারে নির্ধারণ করা হয়েছে।’

ফোনটির দাম ২৪ হাজার ৯৯৯ টাকা।