
Sa
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আটটার দিকে সখীপুর-ঢাকা সড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল বাজার এলাকায় হাটুভাঙ্গাগামী একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুকোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় সংঘর্ষে মোটরসাইকেল চালক রুবেল আহমেদের মস্তক বের হয়ে সড়কে ছিঁটকে পড়ে এবং ঘটনাস্থলেই রুবেল মারা যান। পরে খবর পেয়ে বাঁশতৈল ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। মোটরসাইকেলের অপর আরোহী রুবেলের বন্ধু আহত রাজু আহমেদ সখীপুরে ফোন করলে পরিবারের লোকজন রাত সাড়ে ১০টার দিকে রুবেলের লাশ নিজ উপজেলা সখীপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে নিয়ে আসে। রুবেল মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে মির্জাপুরের গোড়াই এলাকায় বেড়াতে গিয়েছিলেন।
সখীপুর থানার ওসি এস এম তুহীন আলী বলেন, এ বিষয়ে কেউ থানায় আসেনি।