গোপালপুররে ঝাওয়াইল বইেলি ব্রজিটি এখন মানুষ মারার মরণ ফাঁদ ।

গোপালপুররে ঝাওয়াইল বইেলি ব্রজিটি এখন মানুষ মারার মরণ ফাঁদ ।

মো.নূর আলম, গোপালপুর প্রতনিধি: টাংগাইল গোপালপুর উপজলোর ঝাওয়াইল - গোপালপুর প্রধান সড়করে ঝাওয়াইল বইেলি ব্রজিটি এখন মানুষ মারার মরণ ফাঁদে পরণিত হয়ছেে । এই বইেলি ব্রজিরে যান চলাচল সর্ম্পূণ ঝুঁকরি মুখে পড়ছেে । প্রতদিনি শত শত মানুষ জীবনরে ঝুঁকি নয়িে এই ব্রজিরে উপর দয়িে চলাচল করছে । ঝুঁকি র্পূণ ব্রজিটরি আধা কঃি মটিার দূরে দহ্মনি পাথালয়িা গ্রামে নর্মিান করা হচ্ছে ঐতহিাসকি পৃথবিীর অদ্বতিীয় র্সববৃহত্ ২০১ গম্বুজ বশিষ্টি মসজদি কমপ্লক্সে । ব্যস্ত এই সড়কে প্রতদিনি ২০১ গম্বুজ মসজদি দখেতে আসা র্দশর্নাথীদরে বাস, মনিবিাস, প্রাইভটে কার, সএিনজ,ি মোটরসাইকলে, অটো রক্সিা ভ্যান সহ বভিন্নি ধরনরে যানবাহন চলাচল করা বপিজ্জনক হয়ে পড়ছেে । যানবাহনরে পাশাপাশি পথচারীদরেও থাকতে হয় সব সময় আতংকরে মধ্যে । সরজেমনিে গয়িে এলাকাবাসীর কাছে জানা যায়, র্দীঘ দনি ধরইে ব্রজি টি পাটাতন মরচিা ধরে ভংেঙ্গে যাওয়ায় চরম র্দূভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দরে । তাই যে কোন মূর্হুতে ঘটতে পারে বড় ধরনরে র্দুঘটনায় । তাই মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শখে হাসনিা কাছে সাধারণ মানুষরে প্রাণরে দাবি ব্যস্ততম এই সড়কে ২০১ গম্বুজ মসজদি ও নরিাপদ সড়করে র্স্বাথে অতদ্রিুত ব্রজি টি র্পূণ নর্মিান করা হোক। তা না হলে কড়েে নবিে অসংখ্য মানুষরে প্রাণ ।