সখীপুরে ১১ দফা দাবি আদায়ে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

সখীপুরে ১১ দফা দাবি আদায়ে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

জুয়েল রানা, সখীপুর প্রতিনিধি, টাঙ্গাইলদর্পণ.ডট.কম :

সখীপুরে ১১ দফা দাবি আদায়ে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ


টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃত্বে “শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের ” ডাকে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, বৈশাখি ভাতা, পাঁচ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ ১১ দফা আদায়ে ১১ মার্চ সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  



উপজেলা ডাকবাংলো চত্তর থেকে সকাল সাড়ে দশটায় র‌্যালি বের  হয়ে প্রধান কয়েকটি সড়ক ঘুরে সকল শিক্ষক মুখতার ফোয়ারা চত্তরে জমায়েত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বড়চওনা-কুতুপুর কলেজের অধ্যক্ষ এম.এ রউফ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম সাইফুল্লাহ, সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কুদ্দুস মিয়া, সুরীর চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, নন এমপিও শিক্ষক সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হামিদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল হোসেন, গজারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, সূর্য তরুণ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ রহিমসহ প্রমূখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।

সমাবেশে বক্তরা অভিলম্বে শিক্ষকদের সকল দাবি মেনে নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবি করেন,অন্যথায় দেশের  সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান  বন্ধ রেখে অনিদিষ্ট কালের জন্য তালা ঝুলানোর ঘোষনা দেন।