অভিভাবকদের জনসচেতনতা বাড়াতে- সখীপুরে ওসি’র মাইকিং

অভিভাবকদের জনসচেতনতা বাড়াতে- সখীপুরে ওসি’র মাইকিং

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 

সখীপুরে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো ও মাদক সেবন প্রতিরোধে জনসাধারণ ও অভিভাবকদের মাঝে সচেতনতা বাড়াতে ব্যাপক মাইকিং করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী সখীপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ নানা স্থানে এ প্রচারণা চালানো হয়। সখীপুর থানার ওসি মাকছুদুল আলম উপজেলার আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে এ উদ্যোগ নেন।

সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, সন্ধ্যার পর যেসব শিক্ষার্থীরা রাতের পাঠদানে না বসে অভিভাবকদের ধোঁকা দিয়ে অযথা বন্ধু-বান্ধব নিয়ে রাস্তায় ঘুরাফেরা করে, তারাই এক পর্যায়ে মাদক সেবকসহ অসামাজিক নানা কর্মকা-ে লিপ্ত হয়ে পড়ে। এছাড়া অভিভাবকরা অপ্রাপ্ত ছেলেদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ায় ওইসব কিশোররাও বেপরোয়া মোটরযান চালিয়ে অপমৃত্যুর শিকার হচ্ছে।

সখীপুরে গত এক বছরে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে কমপক্ষে ৮/১০ জন শিক্ষার্থীর অপমৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৩ এপ্রিল শাহাদত হোসেন (১৩) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়।