বনবিভাগের কর্মকর্তাদের প্রত্যাহার দাবি  ঢাকা-সখীপুর-গোড়াই সড়ক অবরোধ

বনবিভাগের কর্মকর্তাদের প্রত্যাহার দাবি ঢাকা-সখীপুর-গোড়াই সড়ক অবরোধ

বনবিভাগের কর্মকর্তাদের প্রত্যাহার দাবি  ঢাকা-সখীপুর-গোড়াই সড়ক অবরোধ
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 

টাঙ্গাইলের সখীপুরে বনবিভাগের কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ঢাকা-সখীপুর-গোড়াই সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত ওই সড়কের প্রতিমা বংকী গ্যাস ফিল্ড এলাকায় এ কর্মসূচি চলে। স্থানীয় এলাকাবাসী নিজেদের ভূমি রক্ষার্থে অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধ চলাকালে ঢাকা-সখীপুর-গোড়াই-সাগরদিঘী সড়কের উভয় পাশে ঢাকা-টাঙ্গাইলগামী অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে চলাচলকারীরা অবর্নণীয় দুর্ভোগে পড়েন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ শনিবার ভোরে টাঙ্গাইল বনবিভাগের (এসিএফ) টাঙ্গাইল দক্ষিণের সহকারি বন সংরক্ষক সাজ্জাদুজ্জামান, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ ও ডিবি গজারিয়ার বিট কর্মকর্তা কামাল হোসেনের নেতৃত্বে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমা বংকী গ্রামের দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও লুৎফর রহমানের পোল্ট্রি খামারের তিনটি ঘর ভেঙ্গে দেওয়া হয়। 

এ ঘটনার জেরে স্থানীয় এলাকাবাসী ওই কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে। পরে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে টাঙ্গাইল বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মাসুদ রানা, সহকারি বন সংরক্ষক (এসিএফ) সাজ্জাদুজ্জামান, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ ও ডিবি গজারিয়ার বিট কর্মকর্তা কামাল হোসেনের প্রত্যাহারের দাবি জানান। এতে সমঝোতার আশ্বাস দিলে অবরোধকারীরা তাঁেদর কর্মসূচি প্রত্যাহার করেন।