টাঙ্গাইলে ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালিত হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৭

টাঙ্গাইলে ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালিত হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৭

টাঙ্গাইলে ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালিত হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৭

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইলদর্পন ডট কম :

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৭ উদ্যাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) টাঙ্গাইল এর আয়োজনে গত ২৬ মার্চ থেকে ১লা এপ্রিল দেশব্যাপীয় কর্মসূচীর ন্যায় টাঙ্গাইল জেলায় সরকারি বেসরকারিভাবে ২৬ মার্চ স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্বাধীনতা দিবসের মার্চপাস্ট এ সততা সংঘের সদস্যদের অংশগ্রহণ এবং ২৭ মার্চ সকাল ১০ টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাড এলাকায় মানববন্ধন করে।

টাঙ্গাইলে ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালিত হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৭

সকাল ১১ টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও এ্যাডভোকেট বার সমিতি এলাকায় শোভাযাত্রা, দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি উর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা, বিকেল ৪ টায় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

টাঙ্গাইলে ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালিত হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৭
 
এছাড়াও ২৮ মার্চ সকাল ৭টায় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘের উদ্যোগে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠান ও ৩১মার্চ শুক্রবার বিভিন্ন মসজিদে ইমামের মাধ্যমে কোরআন-হাদিসের আলোকে দুর্নীতি নানামুখী আলোচনা করা হয়। 

টাঙ্গাইলে ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালিত হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৭
 
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, মেয়র টাঙ্গাইল পৌরসভা আলহাজ্ব জামিলুর রহমান মিরন, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মো. মখলেছুর রহমান, দুদক, টাঙ্গাইলের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম, প্রতিরোধ কমিটির সভাপতি কবি বুলবুল খান মাহবুব, সহ-সভাপতি এড. আতাউর রহমান আজাদ, এড. হোসনে আরা আহমেদ বেবী, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ সহ স্থানীয় পুলিশ প্রশাসন, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, দুর্নীতি প্রতিরোধ কমিটি, টাঙ্গাইলের সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।