সখীপুরে দুইটি ইউপিতে নির্বাচন মনোনয়নপত্র জমা

সখীপুরে দুইটি ইউপিতে নির্বাচন মনোনয়নপত্র জমা

চেয়ারম্যান পদে ১১জনসহ সংরক্ষিত ও সাধারণ সদস্যপদে ১০৮ জনের মনোনয়নপত্র জমা

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

সখীপুরে গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন, সংরক্ষিত (মহিলা) সদস্যপদে ২১জন ও সাধারণ সদস্যপদে ৭৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সোমবার মনোনয়ন জমাদানের শেষদিনে বিকেল চারটা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন। আগামী ১৬ এপ্রিল ওই দুই ইউনিয়নে ভোটগ্রহণ হবে। মঙ্গলবার প্রার্থীদের বাছাই, ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহার ও ২৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে।

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হচ্ছেন, আবদুল মান্নান মিঞা (আওয়ামী লীগ), গোলাম মোস্তফা (বিএনপি), বাদল মিঞা (কৃষক শ্রমিক জনতালীগ), নুরুজ্জামান তালুকদার (স্বতন্ত্র), শামছুল আলম (স্বতন্ত্র) ও মফিজুল ইসলাম (স্বতন্ত্র)।

দাড়িয়াপুর ইউনিয়নে পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হচ্ছেন-মুহাম্মদ আনছার আলী (আওয়ামী লীগ), কবির হাসান (বিএনপি), ছানোয়ার হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ), শাইফুল ইসলাম শামীম (স্বতন্ত্র), আবদুস ছবুর (স্বতন্ত্র)।

এছাড়াও সখীপুরের হাতীবান্ধা ইউনিয়নে সংরক্ষিত (মহিলা) সদস্যপদে (৭,৮,৯ ওয়ার্ড) উপনির্বাচনে একই দিনে পাঁচজন নারী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, ওই সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শাহীনুর আক্তারের মৃত্যুজনিত কারণে ওই পদটি শূন্য হয়।