ঘুরছি চাকার মত!

ঘুরছি চাকার মত!


ঘুরছি চাকার মত 
আওলাদ হোসেন

অনেক সাধনার পর
অনেক প্রতীক্ষার পর
অনেক চাওয়ার পর
অনেক পাওয়ার পর
জানা গেল তোমাকে পাওয়ার কোন পথ নেই।
কারন জানা ছিল না
পরে জানা গেল
যার কোন ছবি নেই,
যার কোন চিত্র নেই
যিনি কারো মতোই নন
সেই তুমি তোমাকে খুঁজেছি
শহরে বন্দরে নগরে
জ্যোৎস্নাপ্লুত রাতে
ভূধরে সাগরে অমানিশায়।
আমাকে চেয়োনা আমাকে পাবেনা।
আমি তোমাকে দিয়েছি
ফলহীন বৃক্ষের মতো
আকাশের মতো নক্ষত্র হতে পার কিনা,
আমি গায়েবী অদৃশ্য সত্তা
তাই আমি ধরা নাহি দেই
দেখা নহি দেই কথা নাহি কই
আমি রয়েছি তোমারই মাঝে
আমি রয়েছি সর্বত্র।
কিন্তু কোথাও আমি প্রকাশিত নই
আমি প্রেমের যে হাট বসিয়েছি
তাতে তুমি নায়ক বা নায়িকা
কুমারের চাকা ঘুড়ানো তুমি দেখেছ কি
তাতে যে সৃষ্টি তার নায়ক কি যে চাকা ঘুরে!
এভাবে কি আমিও ঘুরছি চাকার মতো