টাঙ্গাইলে ডিসাইড মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ভ্রাম্যমান আদালতের জরিমানা

টাঙ্গাইলে ডিসাইড মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ভ্রাম্যমান আদালতের জরিমানা


বিভাস কৃষ্ণ চৌধুরী :  টাঙ্গাইল শহরের আদালত পাড়ার বাকামিয়ার ব্রীজ সংলগ্ন ডিসাইড মাদকাসক্তি কেন্দ্রের ভ্রাম্যমান আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছে। ২১ আগস্ট রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১০ হাজার টাকা ও মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ০৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইরের নির্বাহী ম্যাজিট্রেড নাফিসা আক্তার, সহকারী গভেষণা ম্যাজিট্রেড শাহরিয়ার, টাঙ্গাইল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল­াহ আল মামুন, পেশকার বাবলু মিয়া সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডিসাইড মাদকাসক্তি নিরাময় কেন্দ্র লাইসেন্স১ অনুযায়ী ১০ জনের চিকিৎসা প্রদান করতে পারবে। সেখানে তারা রিকভারি ও ফলোআপসহ শতাধিক রোগীকে তারা সেবা প্রদান করে যাচ্ছে। যা তাদের লাইসেন্সের ধারন ক্ষমতার বাইরে।

এ ডিসাইড মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিকিৎসারত রোগী সজিব আহমেদ জানান আমাদের এখানে রিকভারী ও ফলোআপ ব্যতিত আমরা ৪৭ জন রোগী এখানে চিকিৎসা নিচ্ছি।