ব্রাহ্মণবাড়িয়ায় বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

বিশেষ প্রতিনিধি : জেলার সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার চালকসহ দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুরের রাজামাড়িয়াকান্দিতে জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মা-ছেলে হলেন কসবার সুহিলপুর হারুন আল রশিদ কলেজের গ্রন্থাগারিক নাসরিন আক্তার ও তাঁর শিশুপুত্র রিয়েল চৌধুরী। দুর্ঘটনায় নাসরিনের স্বামী সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক শফিকুল ইসলাম চৌধুরীও আহত হয়েছেন।
তাঁদের বাড়ি বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামে।

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সিদ্দিকী জানান, ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিজয়নগর অভিমুখী সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাসরিন আক্তার নিহত হন।

পরে স্থানীয়রা তাঁর স্বামী শফিক, ছেলে রিয়েলসহ আহত চালককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় রিয়েল মারা যায়। দুর্ঘটনাকবলিত সিএনজি ও দিগন্ত বাসটি আটক করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।