প্রতারণার অভিযোগে দেড় লাখ বছরের সাজা!

প্রতারণার অভিযোগে দেড় লাখ বছরের সাজা!

আন্তর্জাতিক ডেস্ক :  যাবজ্জীবন কারাদণ্ড কিংবা সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড। বিভিন্ন দেশের আদালতে হরহামেশাই এ রকম রায় ঘোষণা করা হয়। কিন্তু তাই বলে অপরাধ প্রমাণিত হওয়ায় একেবারেই ১ লাখ ৪১ হাজার ৭৮ বছরের সাজা।

অবিশ্বাস্য হলেও সত্য, এরকমই এক রায় ঘোষণা করেছে থাইল্যান্ডের একটি আদালত। চ্যাময় থিপিয়াসো নামের এক কারাবন্দীকে ১৯৮৯ সালে ওই সাজা দেওয়া হয়েছিল।

সোমবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, থাইল্যান্ড বিমান বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তার স্ত্রী থিপিয়াসো একটি পিরামিড প্রক্ল্প নিয়ে ১৬ হাজার ২৩১ জনের কাছে থেকে ২০ লাখ ইউরো হাতিয়ে নিয়েছেন।

তবে এতো লোকের কাছে থেকে অর্থ হাতিয়ে নিয়েও দিব্যি চলছিলেন এই নারী। বিপত্তি ঘটেছে একই ধরনের প্রতারণা থাই রাজপরিবারের সদস্যদের সঙ্গে করতে গিয়ে। তিনি হয়তো কল্পনাও করতে পারেননি কী ঘটতে যাচ্ছে! পরে ১৯৮৯ সালে থাইল্যান্ডের আইনে প্রতারণার সাজা কমিয়ে ২০ বছর নির্ধারণ করা হয়। ফলে চ্যাময় থিপিয়াসোর ১ লাখ ৪১ হাজার ৭৮ বছরের সাজা থেকে রেহাই মিলে।