সখীপুরে এমপিওভূক্তির দাবিতে অনার্স-মাস্টারস শিক্ষকদের ক্লাস বর্জন

সখীপুরে এমপিওভূক্তির দাবিতে অনার্স-মাস্টারস শিক্ষকদের ক্লাস বর্জন


জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :  টাঙ্গাইলের সখীপুরে এমপিওভূক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) দাবিতে অনার্স ও মাস্টারসে পড়ানোর জন্য নিয়োগকৃত শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সখীপুর আবাসিক মহিলা কলেজ অনার্স-মাস্টারস শিক্ষক পরিষদ এ কর্মসূচি পালন করেন। বর্জন কর্মসূুচিতে ওই কলেজের ১১ বিষয়ে সম্মান কোর্সের ৫০জন শিক্ষক অংশ নেন। বেলা ১১টায় কলেজ চত্বরে আয়োজিত সমাবেশে পরিষদের সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টারস শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জয়নব আক্তার, রমজান আলী, আসাদুজ্জামান, মো. ইকবাল, মুহম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা  অনার্স ও মাস্টারস শিক্ষকদের দ্রুত এমপিওভূক্তির দাবি জানান।