টাঙ্গাইলে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

টাঙ্গাইলে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  
স্টাফ রিপোর্টার :  টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। রাত ১২টার অনেক আগেই টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ও এর আশপাশের এলাকায় সর্বস্তরের জনতার ঢল নামে।


 
একুশের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। এছাড়াও সংসদ সদস্য মনোয়ারা বেগমের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের নেতৃত্বে পুলিশ বিভাগ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের নেতৃত্বে পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খঃ জহিরুল ইসলাম ডিপটির নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক শামছুল আলম তোফার নেতুত্বে জেলা বিএনপি, টাঙ্গাইল প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক  সংগঠনের কর্মীসহ সর্বস্তরের জনতা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


 
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালিত হচ্ছে। দিনব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে একুশের কবিতা ও ভাষার গান প্রতিযোগিতা, ভাষা শহীদওে রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা, “আমার মাতৃভাষা” শীর্ষক প্রামান্য চিত্র প্রদর্শন, আরেঅচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,,ভাষা সৈনিকদের সম্মননা প্রদানসহ আরো নানা আয়োজন।