অবসরের পর রায় লেখা অসাংবিধানিক নয় : আইনমন্ত্রী

অবসরের পর রায় লেখা অসাংবিধানিক নয় : আইনমন্ত্রী

টাঙ্গাইলদর্পণডটকম :  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বক্তব্যের বিরোধিতা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অবসরে যাওয়ার পর কোনো বিচারপতির রায় লেখা অসাংবিধানিক হতে পারে না। তবে মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে প্রধান বিচারপতি অবসরের পর রায় লেখার সময় নির্ধারণ করে দিতে পারেন।

মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন তিনি। সহকর্মীদের নিয়ে বিচারপতি সিনহার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই আইনমন্ত্রী এ কথা বলেন।