টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল পরিদর্শন করলে বিশেষজ্ঞ দল

টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল পরিদর্শন করলে বিশেষজ্ঞ দল

স্টাফ রিপোর্টার :  ভূমিকম্পে ফাটল টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ জাহানারা ইমাম হল পরিদর্শন করেছেন বুয়েট এর একটি বিশেষজ্ঞ দল। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল সোমবার দুপুরে হলটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দলের প্রধান ড. মেহেদী আহমেদ আনসারী সাংবাদিকদের বলেন, মূল অবকাঠামোতে কোন ফাটল তৈরি হয়নি। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ভবনটিতে বসবাস করা ঝুকিপূর্ণ নয় বলে অভিমত দেন তিনি।

পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রভোষ্ট মোছাঃ নুরজাহান খাতুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।