বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার আ.লীগ ও বিএনপি প্রার্থীর মুখে হাসি

বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার আ.লীগ ও বিএনপি প্রার্থীর মুখে হাসি

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :  টাঙ্গাইলের সখীপুর পৌরসভা  নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র সানোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শৃঙ্খলা ভঙের দায়ে গত সোমবার সারা দেশের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে তাঁকেও এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. আহমেদ আযম খান গতকাল মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবু হানিফ আজাদ ও বিএনপি প্রার্থী নাসির উদ্দিন ও তাঁদের কর্মী-সমর্থকদের মাঝে হাসি ফুটে উঠে।


অন্যদিকে এ খবর পেয়ে সানোয়ার হোসেন বলেন, আমি দলের কাছে মনোনয়নই চাইনি। দল আমাকে বহিষ্কার করেছে না রেখেছে এটা নিয়ে কখনো ভাবিনি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি, বিএনপি ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা আমার পক্ষে রয়েছে। আমি বিএনপির নই, আমি নাগরিক ঐক্যের প্রার্থী।


বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন একটু হেসে দিয়ে বলেন, ‘ ভোটারদের মধ্যে একটা বিভ্রান্তি ছিল, সানোয়ারকে দল থেকে বহিষ্কার করায় মাঠ পর্যায়ের ধানের শীষের নেতাকর্মীরা এখন চাঙা হয়ে উঠবে।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আবু হানিফ আজাদ তিনিও  হেসে বলেন, বিএনপি তাঁকে বহিষ্কার করেছে, আর পৌরবাসী আগামী ৩০ তারিখে তাঁর মার্কায় ভোট না দিয়ে তাঁকে বহিষ্কার করবে।’



সখীপুর পৌরসভা  নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পার্টিসহ চারপ্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছে।