বোমাআতঙ্কে ফরাসি বিমানের জরুরি অবতরণ

বোমাআতঙ্কে ফরাসি বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : মরিশাস থেকে প্যারিসগামী ফরাসি বিমান কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসায় জরুরি অবতরণ করেছে। বিমানটির টয়লেটে একটি সন্দেহজনক বস্তু পাওয়া গিয়েছিল। বস্তুটি বোমা হতে পারে ভেবে বিমানটি জরুরিভাবে অবতরণ করানো হয়েছে বলে জানিয়েছে কেনিয়ার পুলিশ।

পুলিশের মুখপাত্র চার্লস ওয়িনো রোববার জানিয়েছেন, ফরাসি ৪৬৩ ফ্লাইটের বোয়িং বিমান৭৭৭ প্যারিসের চার্লস ডি গাওলে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু যাত্রা শুরু করার পর বিমানে সন্দেহজনক কিছু থাকায় পাইলট বিমানটিকে মোই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেন।  

ওয়িনো আরও জানিয়েছেন, বিমানটি ৪৫৯ জন যাত্রী এবং ১৪ জন ক্রু নিয়ে মরিশাস থেকে যাত্রা শুরু করেছিল। বিমানের টয়লেটে বোমা জাতীয় কিছু পাওয়া গিয়েছিল। তবে বিমানটি নিরাপদেই অবতরণ করেছে এবং এর যাত্রীরা নিরাপদেই আছেন বলে জানিয়েছেন ওয়িনো। ওই সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে দেখছে নিরাপত্তা কর্মীরা।