সখীপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা

সখীপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা

জুয়েল রানা, সখীপুর প্রতিনিধি :  টাঙ্গাইলের সখীপুরে বিজয়ের মাসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শুধুমাত্র ষাটোর্ধ্ব বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়চওনা ফুলকুঁড়ি বিদ্যানিকেতন মাঠে এ সেবা দেওয়া হয়। সখীপুর প্রবীণ কল্যাণ কেন্দ্রের আয়োজনে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন প্রবীণ শিক্ষক হযরত আলী। প্রবীণ কল্যাণ কেন্দ্রের সভাপতি শাহজালাল চৌধুরী বেলালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অপসোনিন ফার্মার আঞ্চলিক ব্যবস্থাপক এ এস এম সালাহ উদ্দিন।

এছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত আলী মাস্টার, বড়চওনা-কুতুবপুর কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, আবদুল গণি চৌধুরী, অধ্যাপক খান মুহম্মদ সেলিম, মোজহারুল ইসলাম, আতিকুল হক ছমির ও সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমুখ আলোচনায় অংশ নেন।

শাহজালাল চৌধুরী বেলাল জানান, দিনব্যাপী উপজেলার দুই শতাধিক বৃদ্ধ-বৃদ্ধার সেবা দেওয়া হয়।