বগুড়ায় শিয়া মসজিদে হামলায় দুই মাদ্রাসা শিক্ষক আটক

বগুড়ায় শিয়া মসজিদে হামলায় দুই মাদ্রাসা শিক্ষক আটক

নিউজ ডেক্স : বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর-চককানু গ্রামে শিয়া সম্প্রদায়ের হরিপুর আল-মোস্তফা জামে মসজিদে হামলার ঘটনায় আরো দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মোলামগাড়ি এমদাদুল উলুম কওমী মাদরাসার প্রিন্সিপাল সামছুল আলম (৬০) ও একই মাদরাসার শিক্ষক ও প্রিন্সিপালের ছেলে আবু হাসান (২৪)।


শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।


এর আগে বৃহস্পতিবার সাবেক সেনা সদস্য জেএমবির সংগঠক আনোয়ার হোসেন (৪৮) এবং জুয়েল মিয়া নামে দুইজনকে আটক করে পুলিশ।


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।


এছাড়া বৃহস্পতিবার রাতে আটককৃত ওই দুইজনকে এখনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবগঞ্জ উপজেলার  হরিপুর-চককানু গ্রামে শিয়া সম্প্রদায়ের আল-মোস্তফা জামে মসজিদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মোয়াজ্জিন নিহত হন।


এছাড়া এ ঘটনায় মসজিদের ইমামসহ আরো তিন মুসল্লি গুলিবিদ্ধ হন।


বাংলাদেশে কোনো মসজিদের ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর হামলার ঘটনা এই প্রথম।


ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।

তথ্যসূত্র : আরটিএনএন।