মালদ্বীপে জরুরি অবস্থা জারি

মালদ্বীপে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন গাইয়ুম বিরোধীদের সমাবেশ ঠেকাতে তার দেশে ৩০ দিনের জন্য জরুরী অবস্থা জারি করেছেন।

দেশটির প্রধান বিরোধীদল মালদ্বীপ ডেমোক্রেটিক দলের (এসডিপি) সরকার বিরোধী সমাবেশের ২ দিন আগে এ ঘোষণা দিলেন তিনি।

নির্দেশে বলা হয়, দেশটির নিরাপত্তা বাহিনীকে অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধারে তল্লাশি চালানো ও সন্দেহভাজনদের গ্রেপ্তার করার ক্ষমতা দেয়া হয়েছে।

সম্প্রতি মালদ্বীপের ভাইস প্রেসিডন্ট আহমেদ আদিব প্রেসিডেন্ট ইয়ামেনিকে হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত হলে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

বিতর্কিতভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ইয়ামিন গতমাসে বিমানবন্দর থেকে সস্ত্রীক বাসভবনে ফেরার পথে তাকে বহনকারী স্পিডবোটে বিস্ফোরণ ঘটে। এতে ইয়ামিন অক্ষত থাকলেও তার স্ত্রী আহত হন।

তবে এফবিআই বলছে, আদিবের বিরুদ্ধে হত্যাচেষ্টার যে অভিযোগ আনা হয়েছে তদন্তে তা প্রমাণিত হয়নি।

সূত্র: বিবিসি