ভারতে ৬০ ভাগ তিন তালাক একতরফা

ভারতে ৬০ ভাগ তিন তালাক একতরফা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুসলিম নারীদের ওপর চালানো এক জরিপে দেখা গেছে দেশটিতে ৬০ ভাগ তিন তালাক একতরফাভাবে স্বামীর কাছ থেকে পেয়েছেন নারীরা। এছাড়া অন্যান্য তালাকের ক্ষেত্রেও প্রায় সব একতরফা এবং নারীরা তা জানতে পারেন আত্মীয়-স্বজন, স্থানীয় কাজি, মুঠোফোনের খুদেবার্তা কিংবা ই-মেইলের মাধ্যমে। খবর টাইম অব ইন্ডিয়ার।

ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন (বিএমএমএ) নামের একটি বেসরকারি সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া নারীদের মধ্যে ৯২ শতাংশই তিন তালাকের বিপক্ষে।

সারাদেশের ১১৭ জন নারীর ওপর চালানো ওই জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ ঘটনায় তালাক দেওয়ার পরপরই স্বামী আবার বিয়ে করেছেন। এসব তালাক পাওয়া নারীদের মধ্যে ৮০ শতাংশই তাদের ভরণপোষণ থেকে বঞ্চিত হয়েছেন। ১৬ শতাংশ নারী বিয়ের সময়ের দেনমোহর সম্পর্কে কিছুই জানেন না। দেনমোহরের টাকা থেকে বঞ্চিত হয়েছেন ৫৬ শতাংশ নারী।

বিএমএমএ`র সহ-প্রতিষ্ঠাতা জাকিয়া সোমান তিন তালাক বন্ধের দাবি জানিয়ে বলেন,  আমরা অভিন্ন দেওয়ানি দণ্ডবিধির পক্ষপাতি নই, তবে মুসলিম ব্যক্তিগত আইনের সংস্কারের পক্ষে। এর প্রথম পদক্ষেপ হলো তিন তালাক নিষিদ্ধ করা।

দেশটির আইন বিষয়ক পণ্ডিত অধ্যাপক তাহির মাহমুদ বলেন, বিএমএমএর এ জরিপে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সমাজে ইসলামি আইনকে ব্যাপক হারে কুরুচিপূর্ণভাবে অপব্যবহার করা হচ্ছে।