চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

টাঙ্গাইলদর্পণডটকম ডেক্স : ছাত্রলীগের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রামে রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায়  ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে চট্টগ্রামের সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সহসম্পাদক সাইফুল ইসলাম লিমন ও যুবলীগের কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পর  লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে সিআরবি এলাকায় সাইফুল ইসলাম লিমনের বাবু নামের এক কর্মীকে বাবরের পক্ষের লোকজন মারধর করে।

এর জের ধরে লিমনের সমর্থকরা বেশ কিছু কর্মী নিয়ে ওই এলাকায় জড়ো হয়ে শোডাউন করে। পরে বাবরের লোকজনও সেখানে জড়ো হয়। এতে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে দুপুর সাড়ে ১২টার দিকে ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। এ সময় তাদের কাছে লাঠিসোঁটা দেখা গেছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এক পক্ষের কর্মীকে মারধরের পর দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে পুলিশ লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয়।

এ সময় পুলিশ তিনটি ফাঁকা গুলি করে জানিয়ে ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

এর আগে রেলওয়ের দরপত্রকে কেন্দ্র করে গত ১২ অক্টোবর লিমন ও বাবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

তথ্যসূত্র : এনটিভি অনলাইন।