বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে চুক্তি সই

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে চুক্তি সই

নিউজ ডেক্স : বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে প্রায় ২ হাজার কোটি টাকায় স্যাটেলাইট সিস্টেম কেনার চুক্তি সই করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস এলিনিয়া স্পেস’র সঙ্গে বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে এ চুক্তি সই হয় বলে জানিয়েছেন বিটিআরসি সচিব সরওয়ার আলম ।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এবং থ্যালেস এলিনিয়া স্পেস এর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জঁ লুক গল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

গত ২১ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে স্যাটেলাইট সিস্টেম কেনার প্রস্তাব অনুমোদন দেয় সরকার।

তথ্যসূত্র : জাগোনিউজ২৪।