সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিএফইউজে ও ডিইউজের উদ্দ্যোগে সমাবেশ

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিএফইউজে ও ডিইউজের উদ্দ্যোগে সমাবেশ

খন্দকার মাসুদ : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন কর্তৃক বিএফইউজে সভাপতি শওকত মাহমুদের মুক্তি, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি সহ হত্যাকৃত সাংবাদিকদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি কবি আব্দুল হাই শিকদার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমি গাজী, বিশেষ অতিথি বিএফইউজের এম. এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের সাংগঠনিক সচিব মোঃ শহিদুল ইসলাম, ছড়াকার আবু সালেহ, ডিইউজের সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বামসাএ) এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, প্রবীণ সাংবাদিক আবুল আসাদ, গোলাম আযাদ সহ আরো অনেকে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বামসাএ) এর ভাইস চেয়ারম্যান খন্দকার মাসুদ-উজ-জামান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এম.এ আজিজ বলেন নিয়মতান্ত্রিকভাবে ইউনিয়নের ভোটারদের ভোটের মাধ্যমে আরেকটি নতুন পরিচালনা কমিটি ছাড়া অন্য কেউ কমিটি গঠন করার আইনি কোন সুযোগ নাই। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের বিকল্প নির্বাচনই এবং তা প্রতি বছর ডিসেম্বেরে অনুষ্ঠিত হবে এবং জানুয়ারীতে ক্ষমতা হস্তান্তর হবে। নির্বাচিত কমিটি থাকা অবস্থায় কোথায় কে বসে কার স্বার্থে কোন কমিটি ঘোষণা করল তা বৈধ হতে পারে না। তিনি বলেন, কোন অবস্থায়ই ব্যক্তিস্বার্থে ঢাকা সাংবাদিক ইউনিয়নকে ব্যবহার করতে দেওয়া হবে না। মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী বলেন যারা জাতির দুর্দিনে বিভ্রান্ত করে বিভক্তির মাধ্যমে নিজেদের স্বার্থ উদ্ধার করার স্বপ্ন দেখে তাদের মীর জাফরের মতোই ভাগ্য বরণ করতে হয়। তিনি বলেন, স্বাধীনতা স্বপ্নদ্রষ্টা স্থপতি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলতেন হিন্দুস্থানের চক্রান্ত থেকে জাতিকে মুক্ত রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতি আজকে আইনে শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, মৌলিক অধিকার, বাক-ব্যক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্নের পথে। এমন অবস্থায় যারা জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন অবৈধভাবে দখল করার চক্রান্তে লিপ্ত তারা ইতিহাসের পাতায় মীর জাফরের মতোই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। তিনি বলেন জাতির এই ক্লান্তিকালে যেকোন মূল্যেই হোক দেশপ্রেমিক নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণ মানুষের স্বপ্ন প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে।