২০ ইঞ্চির ট্যাবে 4k ডিসপ্লে

২০ ইঞ্চির ট্যাবে 4k ডিসপ্লে

প্রযুক্তি ডেস্ক : ২০ ইঞ্চির একটি নয়া ট্যাব বাজারে আনলো প্যানাসনিক। এতে আছে ৪ হাজার রেজুউলেশন। এই ডিভাইসটির মডেল এফজেডওয়াইওয়ান। বিশেষ ভাবে নির্মিত এই ট্যবলেট দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে।

প্যানাসনিকের এই ট্যাবটি পেশাদার সম্প্রচার, ডেটাবেস, স্থাপত্য, ব্যাংকিং, এন্টারপ্রাইজ এবং খুচরা শিল্প প্রভৃতি ক্ষেত্রে কাঠামোগত রূপান্তরে সাহায্য করবে৷

দৃশ্যগত স্বচ্ছতা থেকে কর্মক্ষেত্রে কার্যকরিতা সবক্ষেত্রেই পেশাদারদের লক্ষ্যবস্তু এই ট্যাবলেট। ২৩০ পিক্সেল প্রতি ইঞ্চি আইপিএস আলফা এলসিডি টাচস্ক্রিন সমৃদ্ধ এই ট্যবলেটে মিলবে নানারকম ফিচার। উইন্ডোজ ৮.১ প্রো অপারেটিং সিস্টেম ,আইফাইভ ভি প্রো ইন্টেল কোর প্রসেসরও ৮ জিবি ব়্যাম আছে এই ট্যাবলেট।

বাংলাদেশে ও ভারতের ন্যাশনাল বিজনেস হেড গুঞ্জন সাচদেব জানান, চার হাজার রেজুলেশন ক্ষমতা সম্পন্ন  এই ট্যাবলেট  অন্যতম৷

তিনি বলেছেন, ‘পেশাদার কাস্টমারদের কথা মাথায় রেখে আমাদের এই নতুন প্রয়াস।

ভারতের বাজারে ট্যাবটির মূল্য ২ লাখ ৪০ হাজার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ২ লাখ ৮৭ হাজার ৪৫৪ টাকা।