টাঙ্গাইল সদর হাসপিাটালে অদ্ভুদ শিশুর জন্ম!

টাঙ্গাইল সদর হাসপিাটালে অদ্ভুদ শিশুর জন্ম!

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এক অদ্ভুদ শিশুর জন্ম হয়েছে। শিশুটিকে দেখার জন্য মানুষ ভীড় করে এবং মোবাইলে মোবাইলে ছবি তুলে তা মুর্হুতের মধ্যে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর এক গর্ভবর্তী সালেহা বেগম সন্তান প্রসবের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ডা. নাজমা খলিল ঐ গর্ভবর্তী সালেহা বেগমকে সিজার করে একটি পুত্র সন্তান প্রসব করেন।

দুই হাত, দুই পা বিশিষ্ট শিশুর বড় বড় দুইটি চোখ মনিবিহীন লাল গোলাকার, মুখমন্ডল গোলাকৃতি ও খাওয়ার মুখ বড়। ঠোট দুই মোটা ও মুখে বড় বড় দুইট দাঁত রয়েছে। সারা শরীরে লাল রেখাকৃতি রয়েছে। দেখতে ভয়ঙ্কর আকৃতির শিশুকে প্রসবের পরপরই মা ও শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।