সৌরশক্তিতেই চলবে পুরো বিমানবন্দর

সৌরশক্তিতেই চলবে পুরো বিমানবন্দর

প্রযুক্তি ডেস্ক : সৌরশক্তিতে বিমান চলার খবর এর আগেই পাওয়া গেছে। এবার আস্ত একটি বিমানবন্দরই চলবে সৌরশক্তিতে! ভারতের কোচির আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এমনই সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভির।

ভারতে এটিই হবে প্রথম বিমানবন্দর যা সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর ভিজে কুরিয়েন৷

খবরে বলা হয়, কেরালার মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী বিমানবন্দর চত্বরে ১৮ আগস্ট ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন৷ তা দিয়েই বিমান বন্দরটি চালানো হবে বলে জানানো হয়েছে৷