টাঙ্গাইল শহরের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু

টাঙ্গাইল শহরের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকাল থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সরকারি জায়গায় স্থাপিত বিভিন্ন অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্নস্থানে সরকারি জায়গা দখল করে স্থাপনা তৈরি করে ব্যবসা করছিল একটি অসাধু চক্র। ফলে শহরে যানজট সৃষ্টিসহ নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। এতে মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয়। ইতিপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। যারা নির্দেশ অমান্য করেছে তাদের স্থাপনা ভেঙে দেয়া হচ্ছে।

ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চা স্টল, ফলের দোকান, খাবার হোটেলসহ অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে ওঠা ওষুধের দোকান ও খাদ্য সামগ্রীর দোকানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়া হয়। পুরোপুরি দখল মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।