আগস্টের মধ্যে নতুন শিল্প-কারখানায় গ্যাস চায় এফবিসিসিআই

আগস্টের মধ্যে নতুন শিল্প-কারখানায় গ্যাস চায় এফবিসিসিআই


অর্থনীত ডেক্স : চলতি বছরের আগস্টের মধ্যে নতুন শিল্প-কারখানায় গ্যাস সংযোগ প্রদানের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

বুধবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে ‘বর্তমান শিল্পায়নে সম্ভাবনা ও বাস্তবায়ন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ এ দাবি জানান।

এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘নতুন শিল্প-কারখানায় উৎপাদন শুরু করতে সরকারের জারিকৃত ডিমান্ড নোট অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসের মধ্যে গ্যাস সংযোগ দেয়ার দাবি করছি।’


দেশে শিল্পায়নের ক্ষেত্রে বিদ্যুতের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এজন্যই পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থ করতে হবে।

বিদ্যুৎ সংকট মোকাবেলায় ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ‘রেন্টাল পাওয়ার প্লান্টের’ পাশাপাশি পুরানো ও বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপের মাধমে চালু করে সেগুলো পরিচালনার পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ ফেডারেশনের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।