আত্মবিশ্বাসী বাংলাদেশ ! ভিন্নভাবে ঘুরে দাঁড়াতে

আত্মবিশ্বাসী বাংলাদেশ ! ভিন্নভাবে ঘুরে দাঁড়াতে

স্পোর্টস ডেক্স : চট্টগ্রাম টেস্ট শেষ, আগামী ৩০ জুলাই ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। অতিথিদের বিপক্ষে ঢাকা টেস্টে আত্মবিশ্বাসের রসদ হিসেবে কাজ করবে চট্টগ্রাম টেস্ট। টানা ২ দিনের বৃষ্টিতে চট্টগ্রাম টেস্টে দু’দল ২ সেশন আগেই ড্র মেনে নিয়েছে। তারপরও যতটুকু খেলা হয়েছে সেখান থেকে ইতিবাচক দিকগুলো কাজে লাগানোর পরিকল্পনা মুশফিকদের। তাই চট্টগ্রাম টেস্ট শেষে আত্মবিশ্বাসী পুরো দলই। এমনটা ভাবছেন অধিনায়ক মুশফিকও।

শনিবার পঞ্চম ও শেষ দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছেন দলের টেস্ট অধিনায়ক মুশফিক। তিনি জানালেন এই টেস্টে পাওয়া আত্মবিশ্বাসটুকু তিনি কাজে লাগাতে চান ঢাকা টেস্টে। এক প্রশ্নের জবাবে মুশফিক বলেছেন, ‘এই প্রথম তাদের বিপক্ষে তিন শ’ রান করা, ওদের কম রানে অলআউট করা, প্রথম ইনিংসে লিড নেওয়া এমন বেশকিছু ভাল অর্জন রয়েছে। দলের ব্যাটসম্যানরা বড় রান না করলেও যে যার যার পজিশন থেকে অবদান রাখার চেষ্টা করেছে। তরুণরা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ভাল খেলেছে। সব মিলিয়ে দলগত পারফরম্যান্স হয়েছে। ঢাকা টেস্টে এই আত্মবিশ্বাস কাজে দেবে।’

তিনি আরও যোগ করেছেন, ‘এই টেস্টের ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করে সামনে ভাল করার চেষ্টা করব। তারাও চাইবে ওখানে (মিরপুরে) ভাল করতে। ভিন্নভাবে ঘুরে দাঁড়াতে। আর মিরপুরের উইকেটও একটু ভিন্ন হবে। আশা করব, সামনের টেস্টে ভালোভাবে পরিকল্পনাগুলো সাজাতে পারি এবং তা বাস্তবায়ন করতে পারি।’