বাংলাদেশ থেকে নির্মাণখাতে প্রশিক্ষণার্থী নেবে জাপান

বাংলাদেশ থেকে নির্মাণখাতে প্রশিক্ষণার্থী নেবে জাপান

বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনস্ট্রাকশনের ওপর এক হাজার প্রশিক্ষণার্থী নেবে জাপান। বুধবার (০৮ জুলাই) সকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপান ও বাংলাদেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও জাপানের ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আইএম) সিইও কিয়োই ইয়ানাবিসওয়ার মধ্যে সমঝোতা স্মারকটি সই হয়।

বিনাখরচে এসব প্রশিক্ষণার্থীদের তিন বছর প্রশিক্ষণ দেবে জাপান। প্রশিক্ষণ চলাকালে তাদের প্রতি মাসে সম্মানী দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দেশে ফিরে প্রশিক্ষিত জ্ঞান কাজে লাগানোর জন্য জাপানি মুদ্রায় ২ লাখ ইয়েন দেবে জাপান সরকার।

সমঝোতা স্মারকটি সইয়ের সময় উপস্থিত ছিলেন জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুর নাহার, আইএম’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কাজু সুবতাসহ অন্যরা।