‘অ্যাপস তৈরিতে সাড়ে ৩ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে’

‘অ্যাপস তৈরিতে সাড়ে ৩ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে’

প্রযুক্তি ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, মোবাইল অ্যাপস তৈরিতে সাড়ে ৩ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে।

রোববার দুপুরে আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ৫০০ মোবাইল অ্যাপসের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, সরকারের এই মেয়াদের মধ্যে সাড়ে ৪ হাজার ইউনিয়নে ফাইবার অপটিক্যাল কেব্‌ল সংযোগ দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।