স্কুলে মেয়েরাই এগিয়ে

স্কুলে মেয়েরাই এগিয়ে

গ্রামাঞ্চলের স্কুলগুলোতে গড় উপস্থিতির হারে ছেলেদের থেকে এগিয়ে এ রাজ্যের মেয়েরা৷ দেশ জুড়ে ন্যাশানাল স্যাম্পেল সার্ভের সমীক্ষায় দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের গ্রামীন স্কুলগুলোতে উপস্থিতির হারে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা৷ দ্য এনএসএসও সমীক্ষায় সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে৷ দেশের প্রায় এক হাজার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলোতে সমীক্ষা করে তারা জানতে পেরেছে, এরাজ্যে কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর স্কুলছুট মেয়েদের সংখ্যা কমেছে৷

রাজ্যের নারী ও শিশুকল্যান দফতরের মন্ত্রী ডা: শশী পাঁজা এই রিপোর্টকে স্বাগত জানিয়ে বলেন, আমরা অনুভব করেছিলাম মেয়েদের স্কুলছুট ও বাল্যবিবাহ আটকাতে কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করা প্রয়োজন৷ গ্রামের মেয়েদের স্কুলছুট পুরোপুরি বন্ধ করতে আমরা আরও সচেতন করার চেষ্টা করছি৷